• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শীতলক্ষ্যার পাড়ে কান্নার রোল, স্বজনদের আহাজারি

প্রকাশিত: ১৭:৪২, ২০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
শীতলক্ষ্যার পাড়ে কান্নার রোল, স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাওয়ার পথে অর্ধশতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে ‘এম এল আফসার উদ্দিন’ নামের একটি লঞ্চ।  রবিবার (২০ মার্চ) দুপুরে কয়লাঘাটে মালবাহী জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।  লঞ্চটির উদ্ধার অভিযানে একযোগে কাজ করছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ পুলিশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নারীসহ ৪ জনের মরদেহ ও ১৫ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। এখনো প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময়ই সাঁতার কেটে তীরে ওঠেন ১০-১২ জন। তবে উদ্ধার হওয়াদের নাম পরিচয় বিস্তারিত জানা যায়নি।

নিখোঁজের স্বজনদের আহাজারি, কান্নায় ভারি হচ্ছে শীতলক্ষ্যার পাড়। দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠা মো. আবু তাহের নামে এক ব্যক্তি জানান, রূপসী-৯ নামের কার্গোটি তাদের লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পর অন্তত ৫০ মিটার দূরে গিয়ে লঞ্চটি ডুবে যায়।

নিখোঁজদের স্বজনরা এসে ভীড় জমিয়েছেন শীতলক্ষ্যার পাড়ে। হারানো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন সবাই। এখনো প্রায় ২০ জন মতো যাত্রী নিখোঁজ রয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2