কক্সবাজারে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু, আহত ২

কক্সবাজারের উখিয়ায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার (২২ মার্চ) রাতে উখিয়ার কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্প এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। উখিয়াস্থ শাহপরীর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শেফায়েতুল ইসলাম জানান, ট্রাকটি উখিয়া থেকে বালুখালী ক্যাম্পের দিকে এবং সিএনজিচালিত অটোরিকশাটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। উখিয়াস্থ টিভি টাওয়ার সংলগ্ন কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্প এলাকায় এই সংঘর্ষ হয়। পরে স্থানীয় হাইওয়ে পুলিশের সদস্যরা ৬ জনকে উদ্ধার করে নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিভি/কেএস
মন্তব্য করুন: