• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৫৫, ২৩ মার্চ ২০২২

আপডেট: ১৬:৫৮, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় এক ব্যক্তি নিহত ও ট্রাকের চাপায় অপর আরেকজন নিহত হয়েছেন। 

বুধবার (২৩ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি জাকির হোসেন।

নিহতরা হলেন- ফেনীর সদর উপজেলার শিবপুর গ্রামের জসিম উদ্দিন (৪০) ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের তানভীর হোসেন (২০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তানভীর মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পার্শ্ববর্তী এলাকার লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ এসে তার পকেটে আইডি কার্ড পেয়ে পরিচয় শনাক্ত করে। 

এর আগে মঙ্গলবার রাতে মহাসড়কের ট্রেনিং সেন্টার নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই জসিম উদ্দিন নিহত হন। 

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।’

বিভি/এসএম/এইচএস

মন্তব্য করুন: