• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টেকনাফে দালালসহ ৫৭ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১১:১৩, ২৫ মার্চ ২০২২

আপডেট: ১১:১৫, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
টেকনাফে দালালসহ ৫৭ রোহিঙ্গা আটক

সংগৃহীত ছবি।

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র‌্যাব। এসময় তাদের পাচারে জড়িত দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়।

টেকনাফের বাহারছড়া উপকূল থেকে শুক্রবার (২৫ মার্চ) ভোররাতে তাদের আটক করা হয়। 

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। এসময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

আটক রোহিঙ্গাদের বরাতে তিনি বলেন, ‘মূলতঃ দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিলো আটক রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের আটক করা হয়। এই বিষয়ে আরও বিস্তারিত বিকালে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’
 

বিভি/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2