• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্বাধীনতা দিবসে ফুল দেয়া নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১২

প্রকাশিত: ১৬:১২, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
স্বাধীনতা দিবসে ফুল দেয়া নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১২

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে ফুল দেয়া নিয়ে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রামগতিতে। ঘটনায় আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় রামগতির আলেকজান্ডার বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা দিদারুল আলম খন্দকারকে আটক করা হয়েছে। আলেকজান্ডার বাজার থেকে তাদের দুইজনকে আটক করে পুলিশ। 

তবে সংঘর্ষ ও আটকের ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল জানান, ফুল দিয়ে ফেরার পথে বিএনপির লোকজন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলীয় নেতার্মীদের বিরুদ্দে উস্কানিমূলক স্লোগান দেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে তাদের ১২ কর্মী আহত হয়।

পরে পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও কাউন্সিলর দিদারুল আলম খন্দকারসহ বিএনপির দুইজনকে আটক করেছে। বিএনপি নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আলেকজান্ডার বাজারে ছাত্রদল ও যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১০ জন আহত হয়। পাশাপাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও কাউন্সিলর দিদারুল আলমকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

রামগতি থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দু’জনকে আটক করা হয়েছে। অশালীন স্লোগান দেয়ায় তারা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2