• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাখির বাসা খুঁজতে গিয়ে মাটিচাপায় একসাথে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৭:২০, ২৬ মার্চ ২০২২

আপডেট: ১৯:৩৩, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পাখির বাসা খুঁজতে গিয়ে মাটিচাপায় একসাথে ৩ শিশুর মৃত্যু

৩ শিশুকে উদ্ধার করা হয় এই স্থান থেকে। ইনসেটে ৩ শিশু

মৌলভীবাজারে পাখির বাসা খুঁজতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামনগর গ্রামে এই ঘটনা ঘটেছে। একই সাথে ৩ শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মর্মান্তিক এ ঘটনায় নিহতরা হলো- সালামনগর গ্রামের তছলিম মিয়ার পুত্র সুমন মিয়া (১৩), আব্দুল করিমের পুত্র কবির আহমদ (১০), আব্দুস ছালামের পুত্র নাহিদ আহমদ (১২)।

স্থানীয়রা জানান, শনিবার (২৬ মার্চ) আনুমানিক দুপুর ১ টার দিকে তিন শিশু এক সাথে ভাটেরা রাবার বাগানের ইসলামনগর এলাকায় মাছরাঙা পাখির বাসার গর্ত থেকে বাচ্চা ধরতে গেলে পাহাড় ধসের ঘটনা ঘটে। 

নিহত একজনের হাত দেখে সনাক্ত করে গ্রামবাসী মিলে মাটি সরিয়ে তিনজনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যত্য নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনার পর ৩ শিশুকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ওখানে তাদের মৃত্যু হয়।

বিভি/এসএইচএস/এজেড

মন্তব্য করুন: