• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোপালগঞ্জে নির্বাচনী প্রচারনাকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ 

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৫, ২৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারনাকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ 

প্রতীকী ছবি

গোপালগঞ্জে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী প্রচার প্রচারনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার (২৬ মার্চ) রাতে সদর উপজেলার ফকিরকান্দিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ওসি মো. মনিরুল ইসলাম ও আহতরা জানায়, পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থকদের নিয়ে প্রচারনায় নামে জগলুল কাদের নয়ন। এসময় নির্বাচনী প্রচারণাটি ফকিরকান্দি এলাকায় এলে অন্য প্রার্থী মো. ইকবাল শেখ ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জগলুল কাদের নয়ন ও তার সমর্থকদের উপর হামলা চালায়। এতে সংঘর্ষ বেঁধে গেলে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। মারাত্মক আহত ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখন পযর্ন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিভি/এমএস/এএন

মন্তব্য করুন: