• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে কারখানার চুল্লি বিস্ফোরণ, এক শ্রমিক নিহত

প্রকাশিত: ১০:৩৩, ২৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
নারায়ণগঞ্জে কারখানার চুল্লি বিস্ফোরণ, এক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ ফতুল্লায় হাঁড়ি-পাতিল তৈরির একটি সিলভার কারখানায় চুল্লি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মোকলেস (৩৫)। এ সময় দগ্ধ হয়েছেন রিপন ফকির (২৫) নামে আরো একজন।

কারখানার ম্যানেজার জালাল উদ্দিন জানান, সোমবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে হঠাৎ গ্যাস এসে জমাট বাধায় ফতুল্লার পাগলা নন্দলালপুর আরাফাত মেটাল নামে সিলভার কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, রোববার দিনে ও রাতে গ্যাস ছিল না। সোমবার সকালে হঠাৎ গ্যাস চলে আসে। এতে চুল্লি গ্যাস জমাট হয়। শ্রমিকরা বিষয়টি বুঝতে না পেরে চুল্লিতে আগুন দেয়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন কাছেই ছিল মোকলেস ও রিপন ফকির। এতে তারা দগ্ধ হন। বিস্ফোরণের পর দ্রুত দগ্ধ দুজনকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোকলেসকে মৃত ঘোষণা করেন এবং রিপন ফকিরকে চিকিৎসা দেন।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

বিভি/এনএম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2