• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রূপপুরে কাজাখস্তানের নাগরিক হত্যাকাণ্ডে তিন বিদেশি জেলে

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ২৮ মার্চ ২০২২

আপডেট: ১৬:৩৩, ২৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রূপপুরে কাজাখস্তানের নাগরিক হত্যাকাণ্ডে তিন বিদেশি জেলে

ভ্রালাদিমির শেভাটেস

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রীন সিটিতে কাজাখস্তানের নাগরিক খুনের ঘটনায় আটক তিন বেলারুশ নাগরিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গত শনিবার রাতে পাবনা রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির ৬ নাম্বর ভবনের একটি কক্ষে কাজাখস্তানের নাগরিক ও বেলারুশ নাগরিকদের মধ্যে একটি বিষয় কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বেলারুশের নাগরিকরা কাজাখস্তানের নাগরিক ভ্রালাদিমির শেভাটেস (৫২) কে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সে সময় অপর কাজাখস্তানের নাগরিক গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত কাজাখস্তানের  নাগরিক ভ্রালাদিমির রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রের নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে কাজাখস্তানের নাগরিক ভ্রালাদিমির দ্বন্দ্ব ছিলো সেই দ্বন্দ্বের জেরে এই খুনের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। 

রবিবার দিনভর জিজ্ঞাবাদ শেষে রাতে আটক তিন বেলারুশ নাগরিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আজ জেল হাজতে প্রেরণ করা হয়।

বিভি/আইআর/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2