• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

দুই শিশু হত্যার ঘটনায় ‘পরকীয়া প্রেমিক’ সফিউল্লা গ্রেফতার

প্রকাশিত: ১৯:০৬, ২৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দুই শিশু হত্যার ঘটনায় ‘পরকীয়া প্রেমিক’ সফিউল্লা গ্রেফতার

সফিউল্লা। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলোচিত দুই শিশুকে হত্যার ঘটনায় মা রিমা বেগমের পরকীয়া প্রেমিক সফিউল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন। 

১০ মার্চ রাতে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের সুজন খান-এর ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) হত্যা করেন তার মা রিমা বেগম। পরকীয়া প্রেমিক সফিউল্লাহর পাঠানো বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করা হয়।

প্রথমে নাপা সিরাপ খেয়ে শিশুদের মৃত্যু হয় বলে প্রচার চালানো হয়। দুই সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিলে রিমাকে বিয়ে করবেন বলে সফিউল্লাহ প্রলোভন দেখান। রিমাকে গ্রেফতারের পর পুলিশ রহস্যের উন্মোচন করতে সক্ষম হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরের একটি বাস কাউন্টারের সামনে থেকে সফিউল্লাহকে গ্রেফতার করা হয়। তিনি রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলেন। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। আনার পর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2