• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

মাদক মামলায় গাইবান্ধায় নারীর মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ৩১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
মাদক মামলায় গাইবান্ধায় নারীর মৃত্যুদণ্ড

মাদক মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারভীন বেগম ওরফে শায়লা নামের এক নারী মাদক ব্যবসায়ীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি এ রায় ঘোষণা করেন। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

জানা গেছে, গত ২০১৮ সালের ৮ ডিসেম্বর হিলি থেকে বগুড়াগামী এক যাত্রীবাহি বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে নারী মাদক ব্যবসায়ী পারভীন বেগম ওরফে শায়লাকে ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আসামি পরাভীনের উপস্থিতিতে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পারভীন কান্নায় ভেঙে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন।
 
মৃত্যুদন্ডপ্রাপ্ত নারী মাদক ব্যবসায়ী জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ডের বর্ধনকুটি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি।

বিভি/এফকে/এইচএস

মন্তব্য করুন: