বরগুনায় পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

বরগুনার পাথরঘাটায় একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) সকালে পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের পরিত্যক্ত একটি ঘর থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ঘর থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
এঘটনায় থানায় মামলা দায়েরের পস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিভি/এসআই/এইচএস
মন্তব্য করুন: