• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জমি লিখে না দেওয়ায় বাবাকে প্রাণে মেরে ফেললো ছেলে

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৪৭, ৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
জমি লিখে না দেওয়ায় বাবাকে প্রাণে মেরে ফেললো ছেলে

কুড়িগ্রাম ম্যাপ

জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামের রাজারহাটে ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে একজন বাবা। এঘটনায় থানায় মামলা হলেও এখনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সেলিম বাজারে গত রবিবার প্রথম রমজানে ইফতার শেষে নিজ ঘরে বসেছিলেন পয়ার উদ্দিন (৭০)। আকস্মিক ওই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পয়ার উদ্দিনের পেটে ছুরিকাঘাত করে তার ছেলে আব্দুল জালিল (৩৩)। এসময় স্বামী পয়ার উদ্দিনকে বাঁচানোর চেষ্টা করায় জলিল তার মা জেলেখা বেগম (৫৫)-কে ও ছুরিকাঘাত করে। 

জেলেখা বেগমের ডাক চিৎকারে প্রতিবেশিরা দৌঁড়ে আসলে পালিয়ে যায় ঘাতক আব্দুল জলিল। রাতেই পয়ার উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ এপ্রিল) দুপুরে মৃত্যু। 

জানা যায়, ঘাতক ছেলে আব্দুল জলিল দীর্ঘদিন ধরে বাবার কাছ থেকে নিজের নামে জমি লিখে দেয়ার দাবি করে আসছিলো। এরই জের ধরে আব্দুল জলিল তার বাবাকে খুন করার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে।

নিহত পয়ার উদ্দিনের স্ত্রী জেলেরা বেগম বলেন, জলিল তিনটি বিয়ে করেছে একটা বৌও তাঁর সংসার করে না। স্বভাবগত কারণে, সে বিভিন্ন সময়ে তার জমির ভাগ চেয়ে আসছে, সে নাকি ভাগের জমি বিক্রি করে বৌকে ফিরিয়ে আনবে। তবে তার বাবা (পয়র উদ্দিন) জীবিত থাকতে জমির ভাগ জলিলকে দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে জলিল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পয়ার উদ্দিনের মৃত্যুর পূর্বে জোলেখা বেগম বাদী হয়ে রাজারহাট থানায় তার ছেলের আব্দুল জলিলের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এখন সেটি হত্যা মামলায় রুপান্তরিত হবে। এছাড়া আসামি গ্রেফতারে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2