• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পূর্ব ঘোষণা ছাড়াই রংপুরে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

রংপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৩৬, ৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পূর্ব ঘোষণা ছাড়াই রংপুরে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

ফাইল ছবি

পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৬ টা থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে সৌখিন, এনা, নাবিল ও শাহ ফতেহ আলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। তাদের বেতন ভাতা পরিশোধ থাকায় এই কর্মবিরতি নেই তাদের শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ঢাকায় তাদের কেন্দ্রীয় নেতাদের মধ্যস্ততায় মালিকপক্ষের সাথে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে এরপরই সিদ্ধান্ত আসবে। 

শ্যামলী পরিবহনের হেলপার সোহেল রানা জানিয়েছেন, অনেক গাড়ির মালিকরা তাদের শ্রমিকদের পর্যাপ্ত মজুরি দিলেও তারা তা পাচ্ছেনা।
দীর্ঘদিন ধরে দাবির বিষয়ে জানানো হলেও তা বাস্তাবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। তবে এই কর্মসূচির বিষয়টি স্পষ্ট জানেন না বলে সাব জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ।

মঙ্গলবার দুপুরে ঢাকা বাস স্টান্ডে এসে তিনি বলেন, মটর শ্রমিক ইউনিয়ন থেকে কোনো ধর্মঘট ডাকা হয়নি। মূলত মালিকপক্ষের নির্দেশে একটি পক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে। কারা এভাবে বারবার অঘোষিত ধর্মঘট ডাকে তা খুঁজে বের করারও দাবি জানান এই শ্রমিক নেতা।

বিভি/জেএ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2