• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এমপি রবির মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ৭ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:৪৫, ৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এমপি রবির মতবিনিময়

সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে কেএফডব্লু জার্মান প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে মতবিনিময় করছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌর মেয়রের কার্যালয়ে সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে জার্মান সরকার প্রদত্ত কেএফডব্লু প্রকল্পের কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মীর মোস্তাক আহমেদ। 

এসময় মীর মোস্তাক আহমেদ জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কেএফডব্লু প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন কাজ দ্রুত শুরু করা এবং নাভারণ টু সাতক্ষীরা ভায়া মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ কাজে জার্মান সরকারের সহযোগিতার বিষয়ে অবহিত করেন। 

এর আগে পৌরসভায় মেয়রের কার্যালয়ে পৌঁছালে মোস্তাক আহমেদ রবি এমপি জার্মান রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশের মহান স্বাধীনতার স্মৃতি স্মৃতিসৌধ শুভেচ্ছা উপহার দেন। এসময় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2