• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রেকর্ড তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী

প্রকাশিত: ০৭:৩৭, ১৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
রেকর্ড তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী

শুক্রবার ১৫ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা এ মৌসুমে দেশের রেকর্ড তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই দেশের একাধিক স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। অসহনীয় গরমে অস্থির হয়ে ওঠছে মানুষ। এরমধ্যে শুক্রবার রাজশাহীর তামপাত্রা এ মৌসুমের রেকর্ড ছাড়িয়েছে।

এছাড়াও দেশের আরো কয়েকটি অঞ্চলে উচ্চ তাপমাত্রা দেখা গেছে। চুয়াডাঙ্গায় ৩৯, ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫, বদলগাছিতে ৩৭, দিনাজপুরে ৩৭ দশমিক ৫, কুমারখালীতে ৩৮ দশমকি ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র বলছে, গত দুই দশকের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। ২০০০ সালে এই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এরপর ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত সাত বছরে তাপমাত্রার পারদ থেকেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসের নিচেই। 

জানা গেছে, দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয় ১৯৪৯ সাল থেকে। এরমধ্যে রাজশাহীতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালের ১৮ মে রেকর্ড হওয়া এই তাপমাত্রা দেশের ইতিহাসেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার১৫ এপ্রিল বেলা ৩টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

এর আগে গত ১৯ মার্চ রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। 

এবিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী রহিদুল ইসলাম জানান, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরে নেওয়া হয়। এ ছাড়া ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই সেটি মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে সেটি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। বৃষ্টি না থাকায় গত কয়েকদিন ধরেই রাজশাহীতে তাপমাত্রা বাড়ছে। আগামী কয়েকদিন তাপপ্রবাহ থাকতে পারে এই অঞ্চলে। বৃষ্টি হলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বিভি/এসি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2