• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

প্রকাশিত: ১২:০১, ১৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

চট্টগ্রামের পাহাড়তলী কাঁচা রাস্তার মাথায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফাহিম নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ইমন নামে আরেক কিশোর আহত হয়েছে। নিহত ফাহিম মহানগরীর হালিশহর থানাধীন পানিরকল বউ বাজারের মো. জহিরের ছেলে। 

শুক্রবার (১৬ এপ্রিল) মধ্যরাতে এই হতাহতের ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান জানান, শুক্রবার রাত ১২টায় কাঁচা রাস্তার মাথা এলাকায় ফাহিম ও ইমন নামে দুই কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। 

আহত ইমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান সাদিকুর রহমান।

বিভি/এনইউ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2