• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভাসানচরে জাহাজ ডুবি: ১২ স্টাফ নিখোঁজ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ১৬ এপ্রিল ২০২২

আপডেট: ২২:২১, ১৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ভাসানচরে জাহাজ ডুবি: ১২ স্টাফ নিখোঁজ

বঙ্গোপসাগরের ভাসানচরের অদূরে সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। লাইটার জাহাজটির ১২জন  স্টাফ নিখোঁজ রয়েছেন। তাদের  উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌ বাহিনী।

জানা গেছে শনিবার (১৬  এপ্রিল) সকাল ১০টায় ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে লাইটার জাহাজটি ডুবে যায়।

নৌ বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এক কর্মকর্তা জানান, ‘জাহাজটি কী কারণে ডুবেছে তা জানা যায়নি। তবে সাগর কিছুটা উত্তাল রয়েছে।

 আরও পড়ুন:

জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা নম্বরে ফোন করে জানানো হয়। ভাসানচরের কাছে নৌ বাহিনীর যে জাহাজ ছিল সেটাকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। জাহাজের ১২ জন স্টাফ নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।’

ঘটনাস্থলে কোস্টগার্ডের টিমও পৌঁছেছে জানিয়েছেন কোস্টগার্ডের এক কর্মকর্তা ।
 

বিভি/এনইউ/এইচকে

মন্তব্য করুন: