শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
								
													গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে ঢাকাগামী বলাকা এক্সপ্রেসের ইঞ্জিন হোম সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়ে হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
শ্রীপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, দুর্ঘটনার পর ইঞ্জিন উদ্ধারের জন্য কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে।
লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন লাইনের যমুনা, মহুয়া এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিলম্ব ঘটেছে।
বিভি/এমএফ/এইচএস
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: