• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ঈদ মার্কেটিং করতে সঙ্গে না নেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ২৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ঈদ মার্কেটিং করতে সঙ্গে না নেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত।

ঈদের মার্কেটিং করতে না নেওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সূবর্ণা আক্তার নামের সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে মৃত্যুবরণ করে। 

সূবর্ণা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামের সুরুজ খন্দকারের মেয়ে। স্থানীয় আব্দুল্লাহবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়তো সে।

পুলিশ জানায়, সূবর্ণাকে বাড়িতে একা রেখে তার বাবা-মা ছোট দুই ভাইবোনকে নিয়ে শুক্রবার বিকালে ঈদের মাকের্টিং করতে সদরপুরে যায়। রাতে তার বাবা-মা বাড়ি ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করতে থাকে। তারপরেও কোন সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়া কেটে সুবর্ণার লাশ ঝুলতে দেখে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় স্কুল ছাত্রী সূবর্ণার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।  

বিভি/এইচএ/এইচকে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2