নিউমার্কেটের ব্যবসায়ী মকবুলকে গ্রেফতারে বরিশালে বিএনপির প্রতিবাদ

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আটককৃত বিএনপি নেতা মকবুল হোসেনের মুক্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ হয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে বরিশাল সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামন খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর কবির জাহিদের সঞ্চালনায় নগর বিএনপির নেতারা এতে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা যে অস্ত্র হাতে মানুষ কুপিয়েছে তার ভিডিও থাকা সত্ত্বেও অন্যায়ভাবে খোঁড়া অজুহাত দেখিয়ে এখন বিএনপি নেতাদের আটক করা হচ্ছে।
অবিলম্বে আটককৃত মকবুল হোসেনের মুক্তির দাবি জানানো হয় এই সমাবেশ থেকে।
বিভি/কেএস
মন্তব্য করুন: