• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদের দিন রাত থেকেই ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারে 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ২৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ঈদের দিন রাত থেকেই ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারে 

সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে সব শ্রেণির গ্রাহকদের জন্য পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পেট্রোবাংলার শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য সাভারে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ঈদের সময় গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। সব দিক বিবেচনা করে সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সময়টি নির্ধারণ করা হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2