• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৫৬, ২৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম।

এই সময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষ অফিসার এস.এম. খালিদ সাইফুল্লাহ, উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী, কিরনময় সরকার, ইয়াছিন আরাফাত, আব্দুল আলীম, আনিসুর রহমান, বিশ্বজিৎ দাসসহ বিভিন্ন আম চাষি, আম ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

মত বিনিময় সভা থেকে জানানো হয়, আগামী ৫মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায়, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম এবং ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন তারিখে আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশ দেওয়া হয়। এ সময়ের আগে যদি কোনো ব্যবসায়ী বা চাষি অপরিপক্ক আম পাড়ে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এ সময় সর্তক করা হয়।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2