• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রাকের পিছনে সিএনজি’র ধাক্কায় চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৭, ২৯ এপ্রিল ২০২২

আপডেট: ১১:১৭, ২৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ট্রাকের পিছনে সিএনজি’র ধাক্কায় চালক নিহত

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়ানো ট্রাকের পিছনে সিএনজি’র সংঘর্ষে সিএনজি চালক মাসুম মিয়া (৩৫) নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা আরো ২ যাত্রী আহত হয়।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট সড়কের বাগদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম উপজেলার হরিপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনিচার্জ আরিফ হোসেন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৫টার দিকে বাগদা বাজারের অদুরে  দিনাজপুরমুখী একটি ট্রাককের পিছনে একই দিকে যাওয়ায় সময় যাত্রীবাহী সিএনজি সজোড়ে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে আটকা পড়া চালক মাসুম ঘটনাস্থলেই নিহত ও ২ যাত্রী আহত হয়। 

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

বিভি/এফকে/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2