• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ২ মে ২০২২

আপডেট: ১৪:৪৭, ২ মে ২০২২

ফন্ট সাইজ
ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও আজ তা নেই। টানা ৩ দিন যানবাহনের প্রচণ্ড চাপের পর আজ সোমবার (২ মে) ব্যস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ফাঁকা। ঈদের আগের দিন স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম যানবাহন চলাচল করছে। ফলে কোন প্রকার দুর্ভোগ না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে এমন চিত্র দেখা যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, গতকাল রোববার দুপুর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কমছে। সোমবার মহাসড়ক অনেকটাই ফাঁকা। স্বাভাবিক সময়ের চেয়ে কম যানবাহন চলাচল করছে।

বিভি/এআরএ/এইচএস

মন্তব্য করুন: