• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরলো প্রাণ

গাইবান্ধা প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:২৬, ৩ মে ২০২২

ফন্ট সাইজ
ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরলো প্রাণ

ফাইল ছবি

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আঞ্জু ডাক্টারের ছেলে। 

মঙ্গলবার (৩ মে) দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা উপ-মহাসড়কের পোক্তর মোটরসাইকেল ম্যাকানিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দ্রুত গতিতে মোটর নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলের চাকা স্লিপ করে রাস্তায় লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।  

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা বিষয়টি জানি না। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ খবর নিচ্ছি।
 

বিভি/এফকে/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2