• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মেঘনায় ধরা পড়লো ‘মৌসুমের সবচেয়ে বড় ইলিশ’

নিজস্ব ডেস্ক

প্রকাশিত: ২২:২০, ৪ মে ২০২২

আপডেট: ২২:২০, ৪ মে ২০২২

ফন্ট সাইজ
মেঘনায় ধরা পড়লো ‘মৌসুমের সবচেয়ে বড় ইলিশ’

রাজা ইলিশ হাতে একজন জেলে

মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো দুইটি রাজা ইলিশ। বুধবার (৪ মে) বিকালে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে ইলিশ দুটি জালে ওঠেছে। মাছ দুটি আড়াই করে ওজনে ৫ কেজি হবে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।

জেলে গিয়াস উদ্দিন মাঝি বলেন, দুপুর ১২টার দিকে লালমোহনের বাতির খাল থেকে ১১জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকাল ৪টা পর্যন্ত জাল বেয়ে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। তিনি বলেন, এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে।

স্থানীয় জেলেরা জানালেন, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত ২/৩ দিন ধরে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের।

জেলে মনির হোসেন মাঝি জানান, সকালে প্রায় ২ কেজি ওজনের দুটি ইলিশ পাইছি। আড়ৎ নিয়ে ইলিশ বিক্রি করেছি ৭ হাজার ৯ শ’ টাকা। এরকম প্রতিদিন ২/৩টি করে জেলেদের জালে ইলিশ পাওয়া যাচ্ছে।

আড়ৎদার মো. শাহিন বলেন, ২/৩ দিন ধরে জেলেদের জালে বড় বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। তবে এ দুটি মাছ কিছুটা বড় ছিলো।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2