• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাভারে তুচ্ছ ঘটনায় পুরুষ শূন্য দুই বাড়ি

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১১ মে ২০২২

ফন্ট সাইজ
সাভারে তুচ্ছ ঘটনায় পুরুষ শূন্য দুই বাড়ি

সাভারে ভাকুর্তা ইউনিয়নে দুদু মার্কেট এলাকায় প্রভাবশালীদের হুমকিতে পুরুষ শূন্য বাড়ি।

সাভারের ভাকুর্তায় চাচার সঙ্গে ভাতিজার তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনায় পুরো গ্রাম উত্তপ্ত। মামলার আবেদন করেছেন চাচা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে অতিরঞ্জিত খবর। ফলে প্রভাবশালীদের হুমকি ও ভয়ভীতির মধ্যে দিন অতিবাহিত করছে একটি পরিবার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহন করেছে।

সরেজমিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের দুদু মার্কেট এলাকা পরিদর্শনে জানা যায়, এ মার্কেট সংলগ্ন আরাফত আলীর বাড়ি। বেশ কিছু দিন যাবত তার বড় ভাই মৃত রোশমত আলীর ছেলেদের সঙ্গে জমি ও সীমানা নিয়ে মনোমালিন্য চলছিল। রবিবার দুদু মার্কেটের মোতালেবের দোকানের সামনে চাচা আরাফত আলীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয় ভাতিজা সিরাজুল ইসলামের। 

প্রত্যক্ষদর্শী মোতলেব ও শুক্কুর আলী জানান, বিষয়টি তেমন বড় কোন ঘটনা নয়। তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া ও হাতাহাতি। এ ঘটনার পর আরাফত আলী সাভার মডেল থানায় মৃত বড় ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার জন্য যান। কিন্ত সেখানে কর্তব্যরত ডাক্তারগণ শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন বা জখম না থাকায় ভর্তি নিতে রাজী না হয়ে তাকে বাড়ীতে ফিরে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি হেমায়েতপুর গিয়ে একটি ক্লিনিকে ভর্তি হন। 

এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহ আলমকে তদন্ত করার দায়িত্ব প্রদান করেন। এস আই শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে কথা বললে তিনি প্রতিবেদককে জানান, বিষয়টি চাচা এবং ভাতিজার ঝগড়া ও তর্ক-বিতর্কের ঘটনা। তদন্তে মামলা মোকাদ্দমা দায়ের করার মতো তেমন কিছুই পাওয়া যায়নি। 

তবে এবিষয়ে সিরাজুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, কাকা যে ক্লিনিকে ভর্তি হয়েছেন সেখানে গিয়ে আমি তার সঙ্গে দেখা করেছি এবং ঝগড়া ও হাতাহাতির ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি। তিনি অভিযোগ করে জানান, এ ঘটনাকে পুঁজি করে ভাকুর্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ঘনিষ্ট আমার চাচা আরাফাত আলী ও তার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসেনকে ভুল বুঝিয়েছে। 

তিনি আরও অভিযোগ করেন একটি মহল আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করাতে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে জোর তদবির করছে। এ ছাড়া তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মহলটি সংঘর্ষ ও বেশ কয়েকজন আহত হওয়ার মিথ্যা সংবাদ ছড়াচ্ছেন। বিষয়টি নিয়ে আরাফত আলী ও তার ছেলে ফারুকের সঙ্গে কথা বলার জন্য মোবাইল ফোনে কয়েকবার ফোন দেয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

বিভি/এনএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2