• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দরপত্র ছিনতাই, যুবলীগ নেতা মুজিব জেল হাজতে

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৩, ১২ মে ২০২২

আপডেট: ১৩:১৫, ১২ মে ২০২২

ফন্ট সাইজ
দরপত্র ছিনতাই, যুবলীগ নেতা মুজিব জেল হাজতে

রাঙ্গামাটিতে দরপত্র ছিনতাইয়ের মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জেলা পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সভাপতি মুজিবুর রহমান মুজিব ওরফে দীপুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ভোরে শহরের চম্পকনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৯ মে সোমবার রাঙ্গামাটি মেডিকেল কলেজে অস্থায়ী ভিত্তিতে ২২ জন ‘নিরাপত্তা সেবাকর্মী সংগ্রহে ‘ক্যাটাগরি-৫’ এর দরপত্র জমা দিতে গেলে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেডের স্বত্ত্বাধিকারী জয়ন্ত লাল চাকমা ও তার সহকর্মীরা, এসময় অপর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০/১৫ জনের একটি গ্রুপ দরপত্রের প্যাকেট ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন বিকালে বাদী হয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মামলা করেন জয়ন্ত লাল চাকমা। মামলায় মুজিবুর রহমান দীপু, শফিউল আলম ও শাহ এমরান রিপন- এ তিন জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়।

যুবলীগ নেতা মুজিবুর রহমান দীপুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে পুলিশ রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিনের আদালতে নিয়ে আসলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। তবে ঘটনাস্থলে মুজিবুর রহমান দীপু ছিলেন না বলে দাবি করেছেন তার স্বজনরা। তারাই দীপুর লাইসেন্সে দরপত্র জমা দিতে গিয়েছিলেন।

রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত লাল চাকমা বলেন, ঘটনার দিন আমরা দেড় লাখ টাকার পে-অর্ডার সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরপত্র জমা দিতে গেলে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রবেশ গেটেই আমাদের গতিরোধ করে ১০/১৫ জন দুর্বৃত্ত দরপত্র প্যাকেটটি ছিনিয়ে নেয়। আমরা ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। ওইদিন পরে আমরা তিন জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা করি।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার তদন্ত  কর্মকর্তা ওসি মো. আফজাল হোসেন জানান, রাজদ্বীপ এন্টারপ্রাইজের দরপত্র ছিনিয়ে ঘটনায় মামলা হয়, এরমধ্যে আমরা মুজিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছি, মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

বিভি/এনডি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2