মায়ের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে ছেলের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে রোহান (৯) নামে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) দুপুরে উপজেলার টোক ইউনিয়নের এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র নয়াসাঙ্গুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাসুদা আক্তারের ছেলে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, দুপুরে স্কুল শিক্ষিকা মায়ের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় রোহান। মা পুকুরে নামার আগেই পাড় থেকে লাফ দিয়ে পুকুরে তলিয়ে যায় ছেলে। মা তাকে খুঁজে না- পেয়ে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে গভীর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিভি/এমএফ/এইচএস
মন্তব্য করুন: