অতিরিক্ত মূল্যে তেল বিক্রয় ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের দায়ে হৃদয় স্টোরকে ৫০ হাজার টাকা জরিামরা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৪ মে) বেলা ৪টার দিকে সিংগাইর বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জরিমানা দেওয়া ব্যক্তির নাম মুজিবুর রহমান। তিনি সিংগাইর বাজারে দোকান করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান জানান, সয়াবিন তেল অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সিংগাইর বাজারের হৃদয় স্টোরে অভিযান চালানো হয় এবং অভিযোগের সততা পাওয়া যায়। পরে ভোক্তার অধিকার সংরক্ষণের আইনে হৃদয় স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রয়ের জন্য নির্দেশ দেওয়া হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: