গোবিন্দগঞ্জের ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১৬ মে) বিকেল তিনটায় শহরের আমিনুল মোমিন বুলু’র মালিকানাধীন মের্সাস হাসনা হেনা ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে মজুত করে রাখা ১২ হাজার লিটার সয়াবিন তেল আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন। পরে তিনি মাইকিং করে ক্রেতাদের কাছে ১৬০ টাকা লিটার দরে সেগুলো বিক্রি করা হয়। এ সময় কৃত্রিম সঙ্কট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে মজুত করার অপরাধে আমিনুল মোমিন বুলুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার রাজাবিরাট হাটে বর্ষা ফার্মেসী নামের একটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দোকান মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভি/এফকে/এইচএস
মন্তব্য করুন: