• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে ওঠার পর তরুণীর মৃত্যু, পরে জানা গেলো প্রেমিকা

প্রকাশিত: ১৯:৩৫, ১৯ মে ২০২২

আপডেট: ১৯:৫৬, ১৯ মে ২০২২

ফন্ট সাইজ
স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে ওঠার পর তরুণীর মৃত্যু, পরে জানা গেলো প্রেমিকা

প্রতীকী ছবি

কক্সবাজারের ইনানী বিচের একটি আবাসিক হোটেলে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৮ মে) সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে ওই তরুণীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মৃত ওই তরুণীর নাম মারফুয়া খানম (২৩)। এ ঘটনায় স্বামী পরিচয় দেওয়া যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যুবকের নাম নাছির উদ্দীন (২৬)।

হোটেল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেন মারফুয়া ও নাছির। পরে হোটেল কক্ষে জিনিসপত্র রেখে সৈকতে নামেন দুজন। দুপুরে খাবার শেষে নিজেদের কক্ষে ফেরার পর শ্বাস কষ্টজনিত গুরুতর সমস্যার কথা বলে তরুণী। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। একইসঙ্গে তথাকথিত স্বামী পরিচয় দেওয়া নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, মৃত তরুণীর স্বামী পরিচয় দেয়া নাছির উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, তারা আদৌ স্বামী-স্ত্রী নন, প্রেমিক-প্রেমিকা বলে স্বীকারোক্তি দিয়েছেন।

এ ঘটনায় তরুণীর অভিভাবকদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে পৌঁছানোর পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিভি/এজেড

মন্তব্য করুন: