• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

কুসিক ভোট: ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিনা ভোটেই জিতলেন দুজন

প্রকাশিত: ২১:১১, ২৬ মে ২০২২

ফন্ট সাইজ
কুসিক ভোট: ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিনা ভোটেই জিতলেন দুজন

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে নিয়েছেন ১৩ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার করাদের মধ্যে একজন মেয়র, দুইজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও ১০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এই তথ্য জানান।

প্রতিদ্বন্দ্বিতায় রইলেন যে পাঁচ মেয়র প্রার্থী: বাংলাদেশ আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, ইসলামী অান্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক ও মোহাম্মদ নিজাম উদ্দিন।

৫ ও ১০ নম্বর সাধারণ ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় দুইজন বিনা ভোটে জয়ী হচ্ছেন।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য ৩৬  জন এবং সাধারণ কাউন্সিলর পদের জন্য ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন।

আগামীকাল শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথীদের প্রতীক বরাদ্দ করা হবে। এই সিটিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

বিভি/এইচকে/এজেড

মন্তব্য করুন: