• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে পাহাড়ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫৫, ৬ জুন ২০২২

আপডেট: ০৯:৫৪, ৬ জুন ২০২২

ফন্ট সাইজ
সিলেটে পাহাড়ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে পাহাড়ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 

সোমবার (৬ জুন) ভোরে জৈন্তাপুরের চিকনাগুলের সাতজনি গ্রামে এই ঘটনা ঘটে। আহত ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- জুবের আহেম্মেদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের পাঁচ বছর বয়সী ছেলে সাফি আহম্মেদ এবং জুবায়েরের মা শামিমারা বেগম।

স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকটি পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছিলো। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে একই পরিবারের চারজন মাটিচাপায় মারা যান। 

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুতফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ঘরে একই পরিবারের ৮ জন লোক বাস করতো। এর মধ্যে চারজন মারা গেছে। বাকি চারজন সামান্য আহত হয়েছেন। 

বিভি/ডিসি/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2