• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাপের বাচ্চা প্রাণ হারালো শিশুর কামড়ে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৭ জুন ২০২২

আপডেট: ১৫:১২, ৭ জুন ২০২২

ফন্ট সাইজ
সাপের বাচ্চা প্রাণ হারালো শিশুর কামড়ে

মায়ের কোলে শিশু জান্নাতুল ফেরদৌস

শিশুর কামড়ে সাপের মৃত্যু হয়েছে। শোনতে আশ্চার্যজনক মনে হলেও ঘটনা সত্য। এমন ঘটনা ঘটিয়েছে চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস। তাঁর ছোট্ট দাঁতের কামড়ে একটি সাপের বাচ্চার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির পরিবার।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের রিয়াজুল ইসলাম ও শিলা খাতুন দম্পত্তির সন্তান।

শিলা বলেন, ‘সকালে দেড় বছর বয়সী চাচাতো ভাই কাউসারের সঙ্গে জান্নাতুল ঘরে বসে খেলছিল। খেলতে খেলতে দুজনই খাটের নিচে চলে যায়।

‘খাটের নিচে থাকা একটা সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দিয়ে রক্ত বের করে দেয় জান্নাতুল। এরপর সাপ হাতে নিয়েই খাটের নিচ থেকে বের হয়ে আসে।’

প্রায় আধ হাত লম্বা সাপের মৃত বাচ্চা ও জান্নাতুলকে নিয়ে দ্রুত হাসপাতালে যান পরিবারের সদস্যরা। 

সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন জানান, শিশুটিকে সাপের বাচ্চা কামড় দিয়েছে কি না তা ভালোমতো পরীক্ষার জন্য তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাহ্যিকভাবে শিশুটির মধ্যে কোনো জটিলতা দেখা যায়নি।

বিভি/এইচএস

মন্তব্য করুন: