• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | ৪ ভাদ্র ১৪২৯

বিশ্বনবীকে কটুক্তিকারী নূপুর শর্মাকে সমর্থনকারী সিলেটে গ্রেফতার 

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১৩ জুন ২০২২

ফন্ট সাইজ
বিশ্বনবীকে কটুক্তিকারী নূপুর শর্মাকে সমর্থনকারী সিলেটে গ্রেফতার 

প্রতীকী ছবি

বিশ্বনবীকে কটাক্ষ ও নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় শ্রাবণ সাঁওতাল রাজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সোমবার (১৩ জুন) ভোরে উপজেলার জাফলং চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেফতার শ্রাবণ সাঁওতাল রাজ গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের রাঙা সাঁওতালের ছেলে। সে জাফলং চা বাগানে অসুধের ব্যবসা করতো।

পুলিশ জানায়, শ্রাবণ সাঁওতাল রাজ তার নিজ নামের ফেসবুক আইডি থেকে বিশ্বনবীকে কটাক্ষ, নূপুর শর্মাকে সমর্থন, অন্যধর্মের বিষয় নিয়ে ধর্মীয় উসকানিমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তার নিজস্ব আইডি থেকে ফেসবুকে আপত্তিকর পোস্ট করলে উত্তেজনা দেখা দেয়।

পুলিশ তাকে গ্রেফতার করে তথ্য প্রযুক্তি আইনে মামলায় আসামি করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে। 

বিভি/ডিসি/এএন

মন্তব্য করুন: