• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

কুসিক নির্বাচন; কে কোথায় ভোট দেবেন

প্রকাশিত: ০১:১৮, ১৫ জুন ২০২২

আপডেট: ০১:১৮, ১৫ জুন ২০২২

ফন্ট সাইজ
কুসিক নির্বাচন; কে কোথায় ভোট দেবেন

আরফানুল হক রিফাত, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। ছবি: সংগৃহীত

কদিন ধরে বহু আলোচনায় থাকা কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন আজ। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই সিটি করপোরেশনের নির্বাচনে বুধবার (১৫ জুন) ১০৫টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে ভোট গ্রহণের জন্য। ভোটারদের পাশাপাশি প্রার্থীরাও নিজ নিজ ভোট দেবেন।

জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত সকাল ৯টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে একই কেন্দ্রে ভোট দেবেন।

সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সকাল ১০টার দিকে শহরের হুচ্চা মিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। 

এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট হাই স্কুল কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টার দিকে ভোট দেবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

নতুন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। 

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2