যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা

টানা বর্ষণ আর উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকার ফলে সিরাজগঞ্জ ও আশপাশের অঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।
শনিবার (১৮ জুন) সকালে কাজীপুর পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনা নদীর পানি আরও কয়েক দিন বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। ভাঙন রোধে সার্বিক তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।
এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার শাহজাদপুর, এনায়েতপুর ও চৌহালীতে নদী ভাঙন অব্যাহত রয়েছে। গত কয়েক দিন ধরে এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি দিনই ভাঙনে নিঃস্ব হচ্ছে নদী পারের মানুষজন।
দুই সপ্তাহের ভাঙনে এই এলাকায় প্রায় ৬০টি বসত বাড়ি নদীতে চলে গেছে। বসত ভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ভাঙনকবলিতরা।
এদিকে ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
আরও পড়ুন:
বিভি/রিসি
মন্তব্য করুন: