• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তীব্র স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যহত

পারাপারের অপেক্ষায় প্রায় এক হাজার যানবাহন

মানিকগঞ্জ  প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০১, ২০ জুন ২০২২

ফন্ট সাইজ
তীব্র স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যহত

ফেরি সংকট এবং পদ্মা-যমুনায় পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতের কারণে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যাত্রীবাহী পরিবহনের সারি দীর্ঘ হওয়ায় বিপাকে পড়েছেন ফেরি পারের অপেক্ষায় থাকা যাত্রীরা। অন্যদিকে, দিনের পর দিন টার্মিনালে থেকেও ফেরির দেখা না পেয়ে দিশেহারা ট্রাকচালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে এখন পর্যন্ত ১৯টি ফেরি চলাচল করছে। নদীতে পানির স্রোত বেশি থাকার কারণে অন্যান্য সময়ের চেয়ে ফেরি পারাপারের সময় অনেকটাই বেশি লাগছে। তবে যাত্রীবাহী বাস ও ছোট ছোট ব্যক্তিগত গাড়িগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে।

ঘাট এলাকায় অন্তত শতাধিক যাত্রীবাহী পরিবহন, দেড় শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার), ৬ শতাধিক ট্রাকসহ প্রায় ১ হাজার  যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

বিভি/এএইচ/এএন

মন্তব্য করুন: