• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কাপ্তাই হ্রদে ডুবে দুই বন্ধুর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১২, ২২ জুন ২০২২

ফন্ট সাইজ
কাপ্তাই হ্রদে ডুবে দুই বন্ধুর মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দু'জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকালে জেলা শহরের পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১১)। তারা দুজনই বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় গোসল করতে যান দুই বন্ধু মুহিত ও ইনাম। এসময় তারা গোসল করতে নেমে পানিতে ডুবে যান। দুজনক সাতার জানতো না। পরে কাপ্তাই হ্রদের পানিতে একজনের দেহ ভেসে উঠে। এসমউ স্থানীয়রা তাদের উদ্ধার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে নিয়ে আসলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা দুজনকে মৃত ঘোষণা করেন। এদিকে, হাসপাতালে আনার পর পাড়া-প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা দুইজনই মারা গেছে। অনেক দেরিতে নিয়ে এসেছে।

নিহত মাহিদুর রহমান মুহিতের চাচা আব্দুল করিম লালু জানান, পানিতে ডুবে তাদের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মুহিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

বিভি/এনডি/এইচএস

মন্তব্য করুন: