• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উদয়ন ট্রেন থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৪১, ২৬ জুন ২০২২

ফন্ট সাইজ
উদয়ন ট্রেন থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

সিলেট থেকে চট্টগ্রামে যাওয়া যাত্রীবাহী উদয়ন এক্সপ্রেস ট্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জুন) সকাল ৬টার দিকে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম জুবেদ আলী (৮২)। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুবেদ আলী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা গেছেন। তার সঙ্গে রেলে তার স্ত্রী, ছেলে, আত্মীয় স্বজনরা ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ওসি বলেন, মুক্তিযোদ্ধা জুবেদ আলীর বাড়ি সুনামগঞ্জের ছাতক। রাঙ্গামাটির কাপ্তাইয়ের পরিবার নিয়ে বসবাস করেন। ১৫ দিন আগে ছাতক গিয়েছিলেন। শনিবার তিনি আবার ফেরত আসার সময় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2