• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রথমদিনই চাপমুক্ত দৌলতদিয়া-পাটুরিয়া

প্রকাশিত: ১২:৪২, ২৬ জুন ২০২২

ফন্ট সাইজ
প্রথমদিনই চাপমুক্ত দৌলতদিয়া-পাটুরিয়া

পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের পারাপারের চাপ কমেছে। ব্যস্ততম এই নৌরুট রবিবার (২৬ জুন) সকাল থেকেই হালকা যানবাহন পারাপার হয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শুক্রবার (২৪ জুন) সকাল ৬ টা থেকে শনিবার(২৫ জুন) সকাল ৬ পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ৬ হাজার নয়শো ১৭ টি যানবাহন পারাপার করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ৬ টা থেকে রোববার (২৬ জুন) সকাল ৬ টা পর্যন্ত সাত হাজার ছয়শো ৫৮ টি যানবাহন পারাপার করা হয়েছে। মাওয়া ঘাট বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা থেকে এ নৌরুটে বাড়তি যানবাহনের চাপ পড়ে।  

আজ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট আগের মতো স্বাভাবিক রয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর এ নৌরুটে যাত্রী ও যানবাহনের পারাপার অনেকটা কমেছে। যানবাহন ঘাটে আসা মাত্রই রানিং এ নৌরুর পারি দিয়ে গন্তব্য স্থলে  চলে যাচ্ছে।

জানা গেছে, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরি চলাচল করছে।

বিভি/এএইচ/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2