• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

যাত্রীবাহী বাস ধাক্কা দিলো পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ জুন ২০২২

আপডেট: ১৮:৩৯, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
যাত্রীবাহী বাস ধাক্কা দিলো পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে

একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে। মঙ্গলবার (২৮ জুন)) শরীয়তপুর পরিবহনের একটি বাস এই দুর্ঘটনা ঘটায়। এ ঘটনায় টোল প্লাজার তিন নম্বর বুথের ব্যারিয়ারটি বাঁকা হয়ে গেছে। সেতু কর্তৃপক্ষ ওই বাসচালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দিয়েছে।

টোল প্লাজার কর্মকর্তারা জানান, ওই চালকের নাম মো. রানা। সকাল ১০টার দিকে ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় ৩ নম্বর বুথে আসেন তিনি। টোল দিয়ে রসিদ না নিয়েই দ্রুত বাসটি নিয়ে বের হতে যান। তখনও বুথের ব্যারিয়ারটি তোলা হয়নি। বাসের ধাক্কায় সেটি বাঁকা হয়ে যায়। 

ঘটনার পর সেখানে দায়িত্বরত কর্মকর্তারা কিছুক্ষণ বাসটি থামিয়ে রাখে। এরপর চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেন।

এ বিষয়ে মন্তব্য জানতে বাসের চালক মো. রানাকে মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান বলেন, টোল প্লাজায় কী যেন একটা ঘটনা ঘটেছে। তিনি এখনও বিস্তারিত কিছু জানতে পারেননি।

সেতুর জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, সেতুর সবকিছু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। টোলের স্লিপ প্রিন্ট না হওয়া পর্যন্ত ব্যারিয়ারটি খুলবে না। সকালের দিকে একটি বাস টোল দেওয়ার জন্য টোল প্লাজার তিন নম্বর বুথে আসে। টোলের টাকা দিয়ে রসিদ প্রিন্ট না হতেই চালক গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে যান। তখনই ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2