• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নামাজ পড়তে গিয়ে রিকশা চুরি হলো দরিদ্র বৃদ্ধের

প্রকাশিত: ০৮:১২, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
নামাজ পড়তে গিয়ে রিকশা চুরি হলো দরিদ্র বৃদ্ধের

বৃদ্ধ তাজুল ইসলাম ৩০ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। একমাত্র প্রতিবন্ধী ছেলের দেখাশুনা, পরিবারের খরচ সব ব্যয় বহন করেন রিকশা চালিয়ে। কয়েক দিন আগে নামাজ পড়তে গিয়ে তার উপার্জনের একমাত্র উপায় রিকশাটি চুরি হয়ে যায়। জীবনের শেষ সময়ে এসে এমন ঘটনায় অসহায় হয়ে পড়েছেন তাজুল ইসলাম। এখন তিনি যেন চোখে অন্ধকার দেখছেন।

নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম। তিনি বলেন, ছয় মেয়ে আর এক ছেলেকে নিয়ে তার সংসার। প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হতো। রিকশা চালিয়েই মেয়েদের বিয়ে দিয়েছি। একমাত্র ছেলে (৪৫) প্রতিবন্ধী।

তিনি বলেন, ‘গত মে মাসের ২৫ তারিখে নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে যাই। এসে দেখি রিকশা নেই। চুরি হয়ে গেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছি। কোনোদিন কারও কাছে হাত পাতিনি। এখন সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি। সামনে ঈদ। কীভাবে কী করব বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘ডান চোখে দেখতে পাই না। মেয়েদের বিয়ে এবং গত এক মাস রিকশা চালাতে না পেরে ধার করায় লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে। শরীরটাও ভালো না। সব কিছু মিলিয়ে শারীরিক এবং মানসিক চাপে দিন কাটছে। রিকশাটা পেলে দিন এনে দিন খেতে পারতাম। এখন না খেয়ে মরতে হবে!’

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘রিকশা চুরি হওয়ার ঘটনাটি দুঃখজনক। দেখি কী করতে পারি!’

বৃদ্ধ তাজুল ইসলামকে কেউ সহায়তা করতে চাইলে তার ব্যক্তিগত ০১৮২০০১৮৫৪৬ নম্বরে বিকাশ করতে পারেন।

বিভি/এনএ

মন্তব্য করুন: