• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

প্রকাশিত: ১৮:৩৮, ৫ জুলাই ২০২২

আপডেট: ১৮:৩৯, ৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

রংপুরে মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে আরও তিনজন মৃত্যুবরণ করেছেন। ফলে এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ-এ। নগরের মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান।

নিহতদের মধ্যে অটোরিকশার চালক, একজন শিশুসহ দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহত একজন নারীসহ তিনজনের নাম জানা যায়নি।

অটোরিকশা চালকের নাম রাজা মিয়া (৪৬)। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরানী এলাকায়। অপরজন পাঁচ বছরের শিশু জান্নাত মাওয়া। তার বাড়ি পীরগাছায়। নিহত অটোরিকশাচালক ছাড়া বাকি সবাই অটোরিকশাটির যাত্রী ছিলেন।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িতে আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর দুই ঘণ্টা পর আরও তিনজন মারা যান।’

ট্রাকটি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকচালককেও আটক করা হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান।

বিভি/এনএ

মন্তব্য করুন: