• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশিত: ১০:০১, ১০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। শনিবার (৯ জুলাই) রাতে উপজেলার তিরনইহাট এলাকায় হাফেজিয়া মাদরাসার সামনে বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম সুমি আক্তার (৩)। সে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশেই সুমিদের বাড়ি। সে পরিবারের সবার অগোচরে মহাসড়কে আসে এবং একাই রাস্তা পার হতে যায়। এ সময় একটি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে। স্থানীয়রা তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2