• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

প্রকাশিত: ১২:০৪, ১০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

গাজীপুরের জয়দেবপুরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় এ আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সকাল সাড়ে ৭টায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

উপকেন্দ্রের কর্মরত বিদ্যুৎ সরবরাহকারী আনন্দ কুমার ঘোষ জানান, রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ১১ কেবি ব্রেকার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এর ফলে ১১ কেবি বোল্টের ৫টি ব্রেকার সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

তিনি আরও বলেন, আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে নির্বাপণের কাজ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিভি/এনএ

মন্তব্য করুন: