মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ( ১০ জুলাই) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের দারোগা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরাফাত উদ্দিন রাকিব (২৩)। সে মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের দারোগা বাড়ির একরামুল হকের পুত্র।
স্থানীয়রা জানান, কোরবানির পশু জবাই করার পর পশুর মাংস বণ্টনের জন্য অংশগ্রহণকারীরা ওজন স্কেল ব্যবহার করে। মাংস বণ্টন শেষে ওজন স্কেলটি চার্জে লাগানো ছিল। কাজ শেষে রাকিব সেটি গুছিয়ে নেওয়ার সময় তারের নগ্ন অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন।
বিভি/এনএ
মন্তব্য করুন: