• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

মশার কয়েলের আগুনে পুড়ে ছাই ৫ দোকান

প্রকাশিত: ১৭:৫০, ১২ জুলাই ২০২২

আপডেট: ১৭:৫১, ১২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মশার কয়েলের আগুনে পুড়ে ছাই ৫ দোকান

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মশার কয়েলের আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার  জাহাজমারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জয়নাল মেম্বার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.ইব্রাহীম।  তিনি বলেন, প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়র বাসিন্দা জিল্লুর রহমান জানান, রাত ৩টার দিকে একটি মুদি দোকানে জালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে এর লেলিহান শিখা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। তখন দোকানগুলোও পুড়ে যায়। এতে জলিল স্টোর, আজহার স্টোর, রতন স্টোর, আমজাদ স্টোর, তাহসান ফার্মেসী সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহসান ফার্মেসীর মালিক ডা. ইউসুফ বলেন, ‘আমার দীর্ঘ দিনের প্রতিষ্ঠান।  প্রায় ১৮ লাখ টাকার মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার উপরে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যা রিকভারি করার মতো অবস্থা কারও নেই।’

ফায়ার ফাইটার মো.ইব্রাহীম বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা ১৮ লাখ টাকার মালামাল নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2